Header Ads

Header ADS

ইন্ডিয়ান ওটিটি প্লাটফর্ম 'হইচই'তে 'আফরান নিশো'র কাইজার | KAISER | Afran Nisho | The Viral Topic


বর্তমান সময়ে ছোট পর্দায় থ্রিলার জগতের বেশ পরিচিতি মুখ "আফরান নিশো"। তাকে চেনে না এমন লোক কমিই আছে।


গেলো ২১শালে তার করা "মরিচিকা" শিরনামের একটা ওয়েবসিরিজ 'চরকিতে' মুক্তি পায়।

মরিচিকা "ওয়েবসিরিজ" এর ব্যানার

এর পরে 'ভিকি জাহেদ' এর পরিচালনায় 'চ্যানেল আই'তে "পনর্জন্ম" শিরনামের দুটি সিজন রিলিজ হয়।

ভিকি জাহেদ এর পরিচালনায় "পুনর্জজন্ম" ও "পুনর্জন্ম ২"

এই দুটি কাজ করেই তিনি বেশ পরিচিতি লাভ করেন। এর আগে তিনি পরিচিত ছিলনা এমনটা নয়।

কিন্ত তিনি "মরিচিকা" ও "পনর্জন্ম" এই দুটি প্রজেক্টে কাজ করে আরো বেশি পরিচিতি লাভ করেন। এপার বাংলা ও ওপার বাংলার লোকেরা তাকে চিনে।


এবং কিছুদিন আগে 'ভিকি জাহেদ' এর পরিচালনায় "রিড্রাম" শিরনামের একটি ওয়েবফিল্মে কাজ করেন।

'ভিকি জাহেদ' এর পরিচালনায় "রিড্রাম" 

এবং সেটায় তিনি দর্শকমহলের কাছ থেকে অনেক ভালোবাসা অর্জন করেন।


ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের অরিজিনাল সিরিজ ‘কাইজার’ এর ফার্স্ট লুক প্রকাশ করেছে।

"কাইজার" ওয়েবসিরিজ এ 'নিশো'র ফাস্ট লুক

সিরিজের নাম "কাইজার" ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। হইচই এর সাথে এটি তার প্রথম কাজ।

সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর। সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। আগামী ৮ জুলাই থেকে সিরিজটি দেখা যাবে।

পরিচালক এর সাথে "নিশো"

এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত কাইজার একজন ভিডিও গেম অ্যাডিক্ট।

বদমেজাজী এই ডিটেকটিভ রক্ত ভয় পায় কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর।

এডিসি কাইজার চৌধুরী

কাইজার সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, দীপান্বিতা মার্টিন, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি, নাজিবা বাশার, শঙ্খ জামান, জিনাত সানু স্বাগতা, আহমেদ হাসান সানী, মোস্তাফিজ শাহীন ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শিশু শিল্পী হৃদ্ধি সহ আরও অনেকে।

ওয়েবসিরিজ "কাইজার" এর অভিনয় শিল্পিরা

নিশো বলেন, যখন তানিম নূর কাইজার প্রজেক্টটা নিয়ে আমার কাছে আসলেন, তখন আমার মনে হয়েছে সারা বিশ্বের বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই জার্নির জন্য কাইজারই যথাযথ মাধ্যম। কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ, তার অনেক রকম সমস্যা আছে, কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটাও আনন্দ নিয়ে করেছি।

তানিম নূর বাংলাদেশের ওটিটি মাধ্যমে একটি পরিচিত নাম। ইতিপূর্বে তিনি বেশ কিছু ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। তিনি বলেন, কাইজার আমার ড্রিম প্রজেক্ট। ছোটবেলা থেকে আমরা ফেলুদা, তিন গোয়েন্দা, ব্যোমকেশ বা শার্লক হোমস্‌ পড়ে বড় হয়েছি। চরিত্র গুলো কলকাতা বা দেশের বাইরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এদের নিয়ে বেশ কিছু কাজও হয়েছে। কিন্তু বাংলাদেশের বা ঢাকার মৌলিক একটি গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি। আমার স্বপ্ন ছিল বাংলাদেশের একটি গোয়েন্দা চরিত্রের ফ্র্যাঞ্চাইজি তৈরি করা। ছোটবেলা থেকে পড়া গোয়েন্দা গল্পগুলোর প্রতি যে ভাললাগা কাজ করতো, সেখান থেকেই ‘কাইজার’ সিরিজটি নির্মাণ করা হয়েছে।


এই সিরিজটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের "The Viral Topic" ইউটিউব চ্যনেলে।

সব সময় নতুন নতুন নাটকের আপডেট পেতে লাইক দিয়ে রাখতে পারেন আমাদের "The Viral Topic" ফেসবুক পেজ।

No comments

Theme images by MadCircles. Powered by Blogger.